Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থগিত হলো গো বিজ্ঞান পরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

‘গো বিজ্ঞান’ নিয়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এই মর্মে দেশটির সব বিশ্ববিদ্যালয়ে চিঠিও গিয়েছে। তবে এর কিছু উদ্ভট সিলেবাস এবং তথ্যের মাধ্যমে কুসংস্কার ছড়ানো হচ্ছে বলে দেশটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। কবে নাগাদ পরীক্ষা হতে পারে তার সময়ও জানা যায়নি। রোববার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়। বৃহস্পতিবার ভারতে ‘গো বিজ্ঞান পরীক্ষা’ নেওয়ার কথা ছিল। ইতিমধ্যেই তার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন দেশটির প্রায় ৫ লাখ মানুষ। দেশটির প্রায় ৯০০টি বিশ্ববিদ্যালয়কেও সেই নির্দেশ পাঠায় দেশটির ইউজিসি। অনলাইনে গরু বিষয়ক এই সরকারি পরীক্ষা দেয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বলা হয় চিঠিতে। তবে শেষ পর্যন্ত তা হলো না। এ বিষয়ে দেশটির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষক স্যমন্তক দাস বলেন, ‘শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়কেই এই মর্মে চিঠি পাঠিয়েছে ইউজিসি।
টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞান-পরীক্ষা

২৩ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ