Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমা উদ্ধারকারী দল ব্যাগে পেল আধাডজন বিড়ালছানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

একটি গির্জার বাইরে সন্দেহজনক ব্যাগ দেখে ডাকা হলো বোমা উদ্ধারকারী দল। কিন্তু ব্যাগের মধ্যে যা ছিল তা ঘুনাক্ষরেও কেউ ভাবেননি। বোমা উদ্ধারকারী দল অতি সাবধানে ব্যাগের মুখ খুলতেই বেরিয়ে এলো আধা ডজন বিড়ালছানা। বড়জোর এক দিন বয়সী ছানাগুলো। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে। শেরিফের কার্যালয়ের ফেসবুকে পেজে জানানো হয়েছে, বোমা উদ্ধারকারী দল এসে একটি বিড়াল ও তার ছয়টি ছানা উদ্ধার করেছে। সেখানে হাতে লেখা একটি বার্তাও পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, মায়ের নাম স্প্রিঙ্কল, তার প্রসব বেদনা ওঠে বুধবার, ১৭ ফেব্রুয়ারি বেলা ২টায়। শেরিফের কার্যালয়ের উদ্যোগে ওই মা বিড়াল ও তার ছানাগুলোকে হ্যামিলটনের এনিমেল ফ্রেন্ডস হিউম্যান সোসাইটিতে পৌঁছে দেয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানটি শুক্রবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ছানাগুলো মায়ের প্রস্রাবে একেবারে ভিজে গিয়েছিল। তাদের গায়ে কাদাপানি লেগে ছিল। সবগুলোকে গোসল করানো হয়েছে। মা বিড়ালটিকে ভ্যাকসিন দেয়া হয়েছে এবং এরই মধ্যে তার রক্ত পরীক্ষাও করা হয়েছে। আপাতত তাকে সুস্থ বলেই মনে হচ্ছে। আগামী দুই মাস তাদের যত্ন নেয়া হবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আধাডজন-বিড়ালছানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ