মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের উত্তরের রাজ্য পাঞ্জাবে সমাবেশ করেছে এক লাখের বেশি কৃষক। রোববারের এই সমাবেশে কৃষক নেতারা আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানী দিল্লির বাইরে এরচেয়েও বড় সমাবেশের ঘোষণা দিয়েছেন। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির বাইরে কয়েক হাজার কৃষক গত তিন মাস ধরে তাবু খাটিয়ে অবস্থান করছে। আন্দোলনের মুখে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছিল। তবে কৃষকদের দাবি সংশোধন নয়, বরং বাতিল করতে হবে আইন তিনটি। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার পাঞ্জাবের বারনালা শহরে আয়োজিত সমাবেশে কৃষক নেতারা জানিয়েছেন, তারা কৃষক ও কৃষি শ্রমিকদের নিয়ে পুরো রাজ্যে র্যালি করবেন এবং পরে দিল্লির বাইরে সমবেত হবেন। কৃষক নেতা জগিন্দর আগ্রাহান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা এখানে এসেছি দিল্লির আন্দোলনের ব্যাপারে পাঞ্জাবের কৃষকদের সচেতন করতে। সেখানে কী ঘটেছে এবং পরবর্তীতে কী ঘটবে তা জানাতেই আমরা এখানে এসেছি।’ রোববার সকাল থেকেই হাজার হাজার নারী ও সমর্থক বারনালাতে জড়ো হতে শুরু করেন। এদের কেউ এসেছেন বাসে, কেউ ট্রাক্টর, ট্রেইলার ও গাড়িতে করে। সমবেত মানুষের সংখ্যা এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৩০ হাজারের মধ্যে হতে পারে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।