Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরায়েল উপকূলে দূষণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০৩ এএম

মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের বেশিরভাগ অঞ্চলে তেল পানিতে মিশে যাওয়ায় ক্ষতিকর পদার্থের কারণে মারাত্মক দূষিত অবস্থা ধারণ করেছে। কর্মকর্তারা একে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় বলে অভিহিত করছেন।

বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, উপকূলের এসব দূষিত পদার্থ পরিস্কার করার চেষ্টা করছেন হাজার হাজার স্বেচ্ছাসেবক ও সেনা সদস্য। ভয়াবহ এই দূষণের কারণে বন্যপ্রাণীর জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ এই দূষণের উৎসের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সরকারি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তেলবাহী জাহাজ-ট্যাংকার থেকে তেল ছিঁটকে পড়ার মাধ্যমেই এই দূষণের তৈরি হয়েছে।

উপকূলজুড়ে এমন দূষণ দেখা দেওয়ার পর সাধারণ মানুষকে সমুদ্র সৈকতে যেতে বারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ভূমধ্যসাগরে ইসরায়েলের ১৯০ কিলোমিটার লম্বা উপকূলে দূষিত এসব পদার্থের কয়েক টন খণ্ড পাওয়া গেছে। তেলের মাধ্যমে তৈরি পিচের মতো শক্ত এসব ক্ষতিকর বস্তু পরিস্কার করতে কয়েক মাস এমনকি বছরও লাগতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।    

ইসরায়েলের উপকূলে তেলে ভিজে যাওয়া কচ্ছপ ও পাখি উদ্ধারের কথা জানিয়েছে বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা।

বিবিসির সোমবারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের নেচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ বলছে, এই দূষণ ইসরায়েলের ইতিহাসের ‘সবচেয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়গুলোর মধ্যে একটি’।

ধারণা করা হচ্ছে, গত ১১ ফেব্রুয়ারি ঝড়ের সময় উপকূলের প্রায় ৫০ কিলোমিটার দূরের একটি জাহাজ থেকে ছিটকে পড়া তেল এই  দূষণের উত্স। স্যাটেলাইট চিত্র ও ঢেউয়ের তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে দায়ী জাহাজটিকে চিহ্নিত করার চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ