Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইওয়ান উপকূলে চীনের বিমান মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণ চীন সাগরে, তাইওয়ান নিয়ন্ত্রিত প্রোটাস দীপাঞ্চলের ওপর দিয়ে চীনের জঙ্গি ও বোমারু বিমানগুলি মহড়ায় অংশ নিলে, তাইওয়ানের বিমান বাহিনী দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করে। চীন তাইওয়ানকে এখনো তাদের অঞ্চল বলে দাবি করে, সা¤প্রতিক মাসগুলিতে তাইওয়ানের প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের কাছে বারংবার মহড়া দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তর জানায়, শুক্রবার, ৯টি জঙ্গিবিমান এবং শনিবার ১১টি বিমান মহড়ায় অংশ নেয়, যে মহড়ায় অন্তর্ভুক্ত ছিল ৮টি জঙ্গি বিমান, ২টি পরমাণু বোমা বহনযোগ্য বোমারু বিমান এবং একটি ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন। এ ছাড়াও, চীনের নৌবাহিনী, মহড়ায় অংশ নেয় বলে তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ