Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফের কোর্টে জালালের বল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত ১৩ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি জালাল উদ্দিন একটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। তার ওই সিদ্ধান্ত নিয়ে বেশ ক’দিন ধরেই দেশের ফুটবলাঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। জালালের সিদ্ধান্ত নিয়ে এতোটাই সমালোচনা হয় যে, রেফারিজ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করতে বাধ্য হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ওই ম্যাচের ৮৭ মিনিটে শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে বল জালে পাঠালেও তার বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজিয়েছিলেন রেফারি জালাল। গোলের আগে বল নিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার সময় ওমর জোবে বসুন্ধরার অধিনায়ক ও ডিফেন্ডার তপু বর্মণকে ফাউল করেছিলেন- এই অযুহাতে গোলটি বাতিল করেছিলেন রেফারি জালাল। বিতর্ক এড়াতে ম্যাচের দু’দিন পরে বাফুফের সভাপতি জানিয়েছিলেন, খেলাটির ভিডিও ফুটেজ ফিফার কাছে পাঠানো হয়েছে। বাফুফের কাছ থেকে ভিডিও ফুটেজ পেলেও জালাল ইস্যুতে মন্তব্য করতে নারাজ ফিফা! শুক্রবার রাতে ফিফা এক ইমেল বার্তায় বাফুফেকে জানায়, ‘নীতিগতভাবে রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে পারে না তারা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জালালের-বল

২১ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ