মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিদেশি বিনিয়োগকারীদের আবাসিক সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভায় এধরনের একটি পরিকল্পনা পাস হয়। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে এধরনের নিয়ম রয়েছে। ভারতের নতুন এই বাণিজ্য নীতিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত আবাসিক অনুমতি দেয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভা বুধবার ১০ বছরের আবাসিক অনুমতি প্রদানের প্রস্তাব অনুমোদন করে। নতুন এ প্রস্তাবে বলা হয়, বিদেশি বিনিয়োগকারীরা ১৮ মাসে ১০ কোটি বা তিন বছরে ২৫ কোটি রুপি বিনিয়োগ করলে তাদের ১০ বছরের আবাসিক সুবিধা দেয়া হবে। এই সুবিধা আরো ১০ পর্যন্ত বাড়ানো যাবে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীরা বসবাসের জন্য সম্পত্তি কিনতে পারবেন এবং তাদের ছেলেমেয়েরাও কাজ অথবা লেখাপড়ার সুযোগ পাবে। বিজনেস টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।