মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামাবাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : সারতাজ আজিজ
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, এ ধারণা ভুল যে পাকিস্তান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার শিকার। বিশ্বে যেভাবে নতুন ঐক্য গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে সে ক্ষেত্রে পাকিস্তান সঠিক অবস্থানেই আছে। বিবিসি উর্দুর সঙ্গে আলাপকালে সারতাজ আজিজ বলেন, যা হচ্ছে তা শুধুমাত্র এক অপপ্রচার। পাকিস্তানের সঙ্গে চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, কাশ্মীর ইস্যু বিশ্ব নয় বরং কাশ্মীরিদেরই সমাধান করতে হবে। যে মানুষ একবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তাদেরকে কেউ রুখতে পারবে না। তিনি বলেন, আফগানিস্তান থেকে বিদেশী সৈন্য কমিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেশটি মধ্যপ্রাচ্য যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। এখন আমেরিকাও নিজেদের পলিসি পরিবর্তন শুরু করেছ। বর্তমানে আমেরিকা এশিয়াকে তাদের পলিসির লক্ষ্য বানিয়েছে। সারতাজ আরো বলেন, বর্তমানে আমেরিকার পলিসির একটি চীনের অগ্রগতিকে রুখে দেওয়া। আর এতে ভারত খেলার বস্তুতে পরিণত হয়েছে। আমেরিকা ও ভারতের মাঝে প্রতিরক্ষা চুক্তি নয় বরং একপক্ষীয় সুকৌশলী ঐক্য গঠন হয়েছে। তিনি বলেন, চীন, রাশিয়া এবং এলাকার মাঝে সাংহাই ঐক্য গঠন হচ্ছে। পাকিস্তানও আঞ্চলিক পরিস্থিতির ওপর দৃষ্টি রাখে। পাকিস্তান এসব দেশের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সুসম্পর্ক রাখতে চায়। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের রয়েছে চল্লিশ বছরের সম্পর্ক। সারতাজ আজিজ বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত থাকলে এক বক্তব্য দিবেন আর যখন এখানে আসবেন তখন আরেক বক্তব্য দিবেন। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের জানা উচিত, পাকিস্তান গত তিন বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে সফলতা অর্জন করেছে পৃথিবীর আর কোন দেশই এ সফলতা অর্জন করতে পারেনি। কিন্তু ভারতের ইচ্ছা দেশটি এর ক্রেডিট নিবে। তিনি বলেন, সারাবিশ্বে সন্ত্রাসবাদের আজাব বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব কিছুদিন পরই বুঝতে পারবে, পাকিস্তান কিভাবে সন্ত্রাবাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ভারতে জন কেরির বক্তব্যে পাকিস্তানের কোন বদনাম হবে না। সূত্র : ডন নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।