মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় ক্লোরিন গ্যাস হামলার তদন্ত রিপোর্ট মেনে নিতে অস্বীকার করেছে রাশিয়া। জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত তদন্তে বলা হয়, আসাদ সরকারের অনুগত বাহিনী জনগণের ওপর বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে। গত সপ্তাহের প্রকাশ করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসাদ বাহিনী দুই বার ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এমন প্রমাণ পাওয়া গেছে। তবে সিরিয়া সরকার ও তার সমর্থক রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া বলেছে, এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া দরকার। ক্লোরিন হামলার পর আসাদবিরোধীদের সমর্থক ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছিল। সিরিয়ায় যে কোন রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে জাতিসংঘ চার্টারের ৭ নম্বর অধ্যায় অনুযায়ী সামরিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল ২০১৩ সালে। দামেস্কের পার্শ্ববর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সেরিন গ্যাস হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা সামনে আসার পর সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংসেরও সিদ্ধান্ত নেয়া হয়েছিল তখন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।