Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বালানি খাতে ভারতকে তহবিল জোগানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে তার উদ্ভাবনী নবায়নযোগ্য জ্বালানি খাতে তহবিল জোগানোর ক্ষেত্রে অধিকতর পদক্ষেপের আশ্বাস দিয়ে বলেছে, এটিই জলবায়ু পরিবর্তন মোকাবেলার একমাত্র উপায়। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, দ’দেশের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা ভারতের লাখো-কোটি পরিবারের কাছে সুলভ মূল্যে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ সম্ভব করে তুলবে। তিনি বলেন, জলবায়ু পরিবতন মোকাবেলা আমাদের যৌথ নেতৃত্ব গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ভারতকে তার পাওয়ার গ্রিড উন্নয়নে সহযোগিতা এবং উদ্ভাবনী নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প ও পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোক্তাদের তহবিল সরবরাহে সহায়তায় আমাদের বেসরকারি খাতের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আরো বেশি পদক্ষেপ নিতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত ও বাণিজ্যিক সংলাপের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে যৌথ মতবিনিময়কালে বলেন, কেবল এভাবেই আমরা প্যারিস প্রতিশ্রুতি পূরণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবেলায় সুযোগ পাবো। তিনি বলেন, গতবছর প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ১৯০টির মতো দেশ যে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র শিগগিরই আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সমঝোতায় যোগ দেয়ার মাধ্যমে তা বাস্তবে রূপ দেবে। এদিকে সুষমা স্বরাজ বলেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন ও নির্মল জ্বালানি ইস্যু নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছে। তিনি বলেন, আমাদের দু’দেশই প্যারিস চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকে। সুষমা প্যারিস চুক্তির চূড়ান্তকরণে প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য ভূমিকা পালনের কথা স্মরণ করেন। সুষমা বলেন, উভয় দেশ পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে এবং প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন পদক্ষেপ দ্রুত কার্যকর করতে সম্মত হয়েছে। সুষমা বলেন, আমরা আন্তর্জাতিক সৌর মৈত্রীর (আইএসএ) সাফল্য নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। উল্লেখ্য, প্যারিস শীর্ষ সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে আইএসএ’র উদ্বোধন করেন। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্বালানি খাতে ভারতকে তহবিল জোগানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ