Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ফ্লাইট কিউবায়

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অর্ধ শতাব্দীর বেশি সময় পর প্রথম যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক বিমান কিউবায় অবতরণ করেছে। জেটব্লু ফ্লাইট ৩৮৭ উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী অ্যান্থনি ফক্সসহ মোট ১৫০ জন যাত্রী রয়েছে। উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (১৩:৪৫ জিএমটি) ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে উড্ডয়ন করে এবং এক ঘণ্টা পর কিউবার স্যান্টা ক্লারা বিমানবন্দরে অবতরণ করে। ২০১৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিতি হয়। এরপর উভয় দেশ পরস্পরের ভূখ-ে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে। এ বছর মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবা সফর করেন এবং যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ শিপ কিউবায় নোঙর করে। জেটব্লুর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্টি এসটি জর্জ বলেন, ৫০ বছরেরও বেশি সময় আগে সর্বশেষ যুক্তরাষ্ট্রের কোনও উড়োজাহাজ কিউবার মাটিতে নেমেছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক ১০টি বিমান কোম্পানিকে কিউবায় নিয়মিতভাবে যাত্রীবাহী বিমান পরিবহনের অনুমতি দিয়েছে ওবামা প্রশাসন, প্রতিদিন ১১০টি ফ্লাইট যাতায়াত করবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ফ্লাইট কিউবায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ