Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীমার টাকার লোভে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

সাত মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। বেড়ানো শেষে রোম্যান্টিক সেলফি তোলেন দু’জনে। এরপরেই ঘটে সাংঘাতিক ঘটনা...
বছর চল্লিশের ওই ব্যক্তি সেলফি তোলা হয়ে গেলে ধাক্কা মেরে ১০০০ ফুট গভীর খাদে ফেলে দেন অন্তঃস্বত্বা স্ত্রীকে। উদেশ্য ছিল স্ত্রীর দুর্ঘটনায় মৃত্যু হলে বিমার ৫৭, ০০০ ডলার পাবেন তিনি। যদিও তার সেই উদ্দেশ্য সফল হয়নি ব্যক্তির। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম হাকান অ্যাসাল। মৃত স্ত্রীর নাম সেমরা অ্যাসাল। ঘটনাটি ঘটে ২০১৮ সালের জুন মাসে দক্ষিণ-পূর্ব টার্কির বাটারফ্লাই ভ্যালিতে। রিপোর্ট অনুযায়ী, স্ত্রীর মৃত্যুর পরে কোনও সময় নষ্ট না করে তিনি বিমার টাকার দাবি করেন। জানান, তার স্ত্রীর দুর্ঘটনার জন্য পাওয়া বিমার একমাত্র দাবিদার তিনিই। কিন্তু বিমা সংস্থা অভিযুক্ত হাকানের দাবি মানেনি। উল্টে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। কারণ তাঁদের ধারণা ছিল, হাকানের অন্তঃস্বত্বা স্ত্রীর মৃত্যু পরিকল্পিত খুন হতে পারে। সূত্র : নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্তঃসত্ত্বা-স্ত্রী-খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ