Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে ট্রলার ডুবি: আরও এক শ্রমিকের লাশ উদ্ধার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৯ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদে ট্রলার ডুবিতে নিখোঁজ শফিকুল সানা (৫০) নামে আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাটের পাশের ক্লোজারের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা।
শফিকুল সানা উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মৃত ফজলে সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান বলেন, দুপুরে ক্লোজারের পূর্ব পাশে মরদেহটি ভেসে ওঠে। এসময় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড মরদেহটি উদ্ধার করে।
তবে, এখনো নিখোঁজ রয়েছে পুইজালা গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে আজিজ মোড়ল।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও ভাটার টানে তিনজন নদীতে ভেসে যায়। তার মধ্যে বৃহস্পতিবার বাবর আলী ও শুক্রবার শফিকুলের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আজিজ মোড়ল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রলারডুবি

২৪ ফেব্রুয়ারি, ২০২২
১০ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২
১১ জানুয়ারি, ২০২২
৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ