Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকের মঞ্জিলে ওরস শুরু আজ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের ৮ দিনব্যাপী ওরস আজ শুক্রবার থেকে শুরু হবে। পবিত্র জুম্মা বাদ থেকে ওরসের শুভ সূচনা হবে। গত ১ সপ্তাহ ধরে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মুরিদান, জাকের কর্মী, মুসুল্লী ও ওলামায়েকেরামদের আগমণ ঘটছে।

জানা যায়, করোনাভাইরাসের কারণে সরকারের স্বাস্থ্যবিধি মেনে বিগত দিনের ৪ দিন ওরসের স্থলে এবারই প্রথম ৮টি বিভাগীয় শহরের জন্য আলাদাভাবে ৮ দিন এই ওরস চলবে। দরবার শরীফের গণযোগাযোগ কর্মকর্তা জানান এ বছর দেশের বাইরে থেকে অতিথি না আসার সম্ভাবনা রয়েছে। জাকেরান ও মুরিদানদের বসার স্থানে প্রায় ৩১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশেষ নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওরস উপলক্ষে বড় পীর আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী আশেকান এবং জাকেরানদের সাথে বিশেষ সাক্ষাৎসহ নবাগত মুরিদানদের নানা ধরনের ছবক প্রদান করবেন সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাকের-মঞ্জিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ