Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকের মঞ্জিল ওরস শুরু কাল

নাছিম উল আলম : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ এএম

ফরিদপুরের জাকের মঞ্জিলে ৮ দিনব্যাপী বিশ্ব ওরস শরিফ-এর আনুষ্ঠানিক সূচনা হচ্ছে শুক্রবার জুমার নামাজ থেকে। ইতোমধ্যেই অসংখ্য মুরিদান, ভক্ত ও মুসুল্লীবৃন্দের সমাগম শুরু হয়েছে। করোনার কারণে জনসমাগম কিছুটা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এবার উরস ৪ দিনের স্থলে ৮ বিভাগের জন্য আটদিনে অনুষ্ঠিত হচ্ছে। তবে এবার দেশের বাইরে থেকে জাকেরান ও আশেকানদের সমাগম ঘটছে না বলে জানা গেছে।

বিশ্ব জাকের মঞ্জিল ও সন্নিহিত প্রায় ৩০ বর্গ কিলোমিটার এলাকা যুড়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সুচনা দিবসে জুমা নামাজ আদায়ন্তে দু’রাকাত নফল নামাজ ও মিলাদের পরে মোনাজাতের মাধ্যমে এবার উরসের কার্যক্রম শুরু হবে।
এ উপলক্ষে পীর ছাহেবের বড় ছাহেবজাদা আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী জাকেরান ও আশেকানবৃন্দকে সাক্ষাত প্রদান সহ নানা অসিহত প্রদান করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাকের-মঞ্জিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ