Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজ হওয়ার খুশিতে বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

সম্প্রতি ফিলিস্তিনি এক বালকের ছোট একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাক। হৃদয়ে কুরআনের ভালোবাসা ধারণকারী বাবা ও ছেলের মাঝে আবেগঘন এক মুহূর্ত প্রকাশ পেয়েছে ফুটেজটিতে। ভিডিওটিতে দেখা যায়, বাবাকে সামনে বসিয়ে ফিলিস্তিনি ওই বালক স‚রা বাকারার সর্বশেষ ২৮৬ নম্বর আয়াতের অংশবিশেষ মুখস্থ পাঠ করছে। ছেলেটি আয়াত মুখস্থ বলা শেষে সোফা থেকে লাফ দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তারপর তারা মহান আল্লাহর উদ্দেশে শুকরিয়া জানিয়ে একত্রে সিজদা করেন। সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার পর ছেলে ও বাবার আনন্দ প্রকাশের মুহূর্তটুকু ধারণ করা হয় ভিডিও ফুটেজটিতে। আয়াতটির ওই অংশটুকু হলো, ‘রব্বনা ওয়ালা তুহাম্মিলনা মা-লা ত্বা-ক্বাতা লানা বিহী। ওয়া‘ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলা-না ফানসুরনা আলাল ক্বাউমিল কাফিরীন।’ যার অর্থ- ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’ ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবা-ছেলের-আবেগঘন-মুহূর্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ