মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার সকালে ডিনামাইট দিয়ে হোটেল এন্ড ক্যাসিনোটি গুঁড়িয়ে দেওয়া হয়। মূলত ক্যাসিনো ব্যবসায় লোকসান হওয়া এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সাথে টিকে থাকতে না পারায় ২০১৪ সালে এই ক্যাসিনোটি বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকালে ক্যাসিনো ভাঙ্গার সময় হাজার হাজার লোকজন জড়ো হয়ে স্মৃতিময় এই স্থাপনাটিকে বিদায় জানান। সে সময় দীর্ঘ এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়। ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনোটি ১৯৮৪ সালে চালু হয়। এরপর ভালই চলতে থাকে ক্যাসিনোটি। এক পর্যায়ে এসে ২০০৯ সালে ক্যাসিনোটির মালিকানা হারান ট্রাম্প। ট্রাম্প কয়েক দফা নিজেকে দেউলিয়া ঘোষণার পর নিলাম থেকে কার্ল সি একাহান স্থাপনাটি কিনে নেন। মালিকানা না থাকলেও হোটেল ও ক্যাসিনোটি ২০১৪ সাল পর্যন্ত চালু ছিল। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।