Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় নারী সৈনিকের বাড়িতে ভুয়া গোয়েন্দা আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৫ পিএম

সেনাবাহিনীর গোয়েন্দার মিথ্যা পরিচয় দিয়ে এক নারী সৈনিকের বাড়িতে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে এক প্রতারক। গ্রামবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে গ্রেফতার হওয়া প্রতারকের নাম মো. নাসির। সে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে ।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তার ইউনিয়নের পাঁচরকি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সেনা সদস্য মিতার বাড়িতে সেনা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েক যুবক আসে। তারা মিতা খাতুন ও তার বাবাকে ডেকে তুলে একটি বিশেষ বিষয়ে তদন্তের কথা বলে সৈনিক মিতার মোবাইল ফোনটি হাতে নেয়। এক পর্যায়ে তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় মোটর সাইকেল নিয়ে একাধিক প্রতারক পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে যায় নাসির। গ্রামবাসী তাকে গনধোলাই দেয়। পরে তাকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহানউদ্দিন জানান, এ বিষয়ে মিতার বাবা রফিকুল ইসলাম মামলা দিয়েছেন। সেটি রেকর্ডের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ