Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৭ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথনটি উপজেলা পরিষদ ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে পৌর এলাকার ৫ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে ম্যারাথনটি শেষ হয়।

ম্যারাথনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্ননাহার লুনা,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, বারুহাস ইউপিচেয়ারম্যান মোক্তার হোসাইন মুক্তা, তাড়াশ মহিলা কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল প্রমূখ।

এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরাজগঞ্জ

২৫ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ