পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিদেশি বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও সফল প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতা তুলে ধরার জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ বছরের শেষের দিকে বৈশি^ক বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল সিঙ্গাপুরে ‘ইনভেস্টমেন্ট সামিট’ আয়োজনের পরিকল্পনা করছে। গতকাল বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনস্যুল শিলা পিল্লাই এবং ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান এর মধ্যকার সাক্ষাৎকার অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি এ মনোভাব ব্যক্ত করেন।
রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিনিয়োগ আকর্ষনের লক্ষ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ৫০০ একর জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছে, এ সুযোগ গ্রহণ করে বিশেষকরে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আহবান জানান। ঢাকা চেম্বারের সভাপতি বাংলাদেশ হতে আরো বেশি ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিক এবং কৃষি পণ্য আমদানির প্রস্তাব করেন। এছাড়াও বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়ন, আর্থিক সেবা খাত এবং ইলেকট্রনিক মেশিনারীজ খাতের সম্প্রসারণে সিঙ্গাপুর তথ্য-প্রযুক্তি ভিত্তিক সহযোগিতা প্রদানের এগিয়ে আসার উপর জোরারোপ করেন।
বাংলাদেশে অবস্থিত সিঙ্গাপুরের কনস্যুল শিলা পিল্লাই বলেন, দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে নানামুখী কার্যক্রম গ্রহণে ঢাকা চেম্বারের সহযোগিতার প্রস্তাব করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ঘাটতি বেশ অনেক এবং বাংলাদেশী পণ্য সিঙ্গাপুরে রফতানি বৃদ্ধির জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্যের বহুমুখীকরণের উপর প্রাধান্য দেয়া প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো, তথ্য-প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামো, জাহাজ নির্মান, বন্দর ও লজিস্টিক প্রভৃতি খাতে বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তারা অত্যন্ত আগ্রহী। কনস্যুল বলেন, বাংলাদেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে সিঙ্গাপুরের একজন উদ্যোক্তা ইতোমধ্যে বিনিয়োগ করেছে এবং এখাতের উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।