Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাংকের 'স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম' (এসইআইপি) প্রশিক্ষণ প্রকল্পে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত হল ক্রিয়েটিভ আইটি লিমিটেড। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেনের কাছে এ সংক্রান্ত একটি অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড ¯েপশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্পের জাতীয় পরিচালক জালাল আহমেদ, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক আব্দুর রউফ তালুকদার, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভিন আকতার স¤পা প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 'স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) স¤পর্কে বলা হয়, প্রকল্পের আওতায় আগামী ৩ বছরে আইসিটি, গার্মেন্ট, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ইন্ড্রাস্ট্রিয়াল ইলেক্ট্রিক্যাল মেন্টেন্যান্সসহ ১২টি ট্রেড কোর্সে প্রথম পর্যায়ে ১০ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। সারাদেশ থেকে আবেদন করা ১৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ক্রিয়েটিভ আইটিসহ নির্বাচিত আটটি প্রতিষ্ঠানকে এ প্রশিক্ষণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ক্যাটাগরিভিত্তিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অষ্টম থেকে ¯œাতক পাশ হতে হবে। বিশেষ ক্ষেত্রে থাকা-খাওয়াসহ প্রশিক্ষণার্থীদের এককালীন সম্মানিও প্রদান করা হবে। গত নভেম্বরে উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের অ্যাক্রিডিটেশন পায় ক্রিয়েটিভ আইটি লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ