Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে রুয়েট শিক্ষার্থী

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৪ এএম

নগরীর অক্ট্রয়ের মোড়ে সোমবার রাতে রুয়েট শিক্ষার্থী রাফি ইমাম ছিনতাইকারীর শিকারীর কবলে পড়েন। ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রাফি ইমাম (২৫)। রাফি ইমাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসি) বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

শিক্ষার্থী রাফি ইমাম জানায়, তিনি এই এলাকায় ভাড়া থাকেন। ঘটনাদিন রাতে বন্ধুদের সাথে তালাইমারী মোড়ে চা পান করে রুমে ফিরছিলেন। পথে কাজলা অক্ট্রয়ের মোড়ে মসজিদের গলিতে অজ্ঞাত দুই ছিনতাইকারী তার পথরোধ করে গলায় ছুরি ঠেকিয়ে মানি ব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। মানিব্যাগে ছিলো নগদ ৪৫০ টাকা। আর ১৮ হাজার টাকা মূলের একটি মোবাইল ফোন। মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ