মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষমতা নেওয়ার পর নতুন মার্কিন প্রেসিডেন্টদের ফোনলিস্টে সাধারণত সবার উপরে যে কয়জনের নাম থাকে, তাদের একজন ইসরায়েলের সরকার প্রধান। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দহরম মহরম সম্পর্কের কারণে সেই ‘ঐতিহ্য’ ভেঙেছেন বাইডেন। সম্ভবত বাইডেনের আচরণে এটিও প্রভাবক হিসেবে ভূমিকা রাখছে। -সিএনএন, টাইমস অব ইসরায়েল
এক দশক ধরে নেতানিয়াহুকে চেনেন বাইডেন। একবার তিনি লিখেছিলেন, ‘বিবি, তুমি যেই ফালতু কথাগুলো বলো আমি তারসঙ্গে একমত নই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি।’ সেই বাইডেন তার প্রিয় বিবিকে কেনো ফোন করছেন না, সে ব্যাপারে মুখ খুলেনি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এই ব্যাপারে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্লিজ অপেক্ষা করুন। ফোন শিগগিরই যাবে।’ ইসরায়েলি জনগণ আর গণমাধ্যমগুলোর শঙ্কা, তাদের প্রতি মার্কিন সর্বোচ্চ পদের বিশেষ স্নেহ বোধহয় এবার কমতে বসলো। তারা রীতিমতো ভয় পাচ্ছেন যে, এজন্য তাদের নতুন সংকটে পড়তে হয় কি না। কারণ, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে ক্ষমতার হুঙ্কার, তার পেছনে আছে এ ধরনের অপত্য স্নেহ থেকে পাওয়া সাহস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।