Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনা টিকা নিলেন প্রায় ৪০ হাজার মানুষ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৩ পিএম

প্রাথমিক আতংক কাটিয়ে খুলনায় করোনার টিকা গ্রহণ এখন অনেকটাই উৎসবে পরিণত হয়েছে সাধারণ। পরিবারের সদস্যদের নিয়ে সবাই টিকাদান কেন্দ্রে যাচ্ছেন এবং সাগ্রহে টিকা নিচ্ছেন। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে স্বাস্থ্যবিভাগ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি খুলনায় টিকা দেয়া শুরু হয়। এ দিন টিকা নিয়েছিলেন ৮৬৩ জন। এর মধ্যে পুরুষ ছিলেন ৬৪৪ জন ও নারী ছিলেন ২১৯ জন। ১৬ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন ৬ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ২২১ জন এবং নারী ২ হাজার ২৭৭ জন। ১০ দিনে মোট টিকা নিয়েছেন ৩৯ হাজার ৪২১ জন। ১২ ফেব্রুয়ারি শুক্রবার থাকায় ওই দিন টিকা দেয়া হয়নি।
খুলনা সিভিল সার্জন ডা, নিয়াজ মোর্শেদ জানান, সারাদেশের মত খুলনায় ৭ ফেব্রুয়ারি সকাল থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান শুরু হয়েছে। আজ মঙ্গলবার নবম দিনে টিকা দেয়া হয়েছে ৬ হাজার ৪শ’ ৯৮ জন ব্যক্তিকে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৩ হাজার ১শ’ ৪৮ জনকে টিকা দেয়া হয়েছে। যার মধ্যে ২ হাজার ১শ’ ৬১ জন পুরুষ ও ৯৮৭ জন মহিলা রয়েছে। টিকা দান এখন উৎসবে পরিণত হয়েছে। সাধারণ মানুষ নিজেরাই রেজিষ্ট্রেশন করছেন। তিনি আরো জানান, সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং জেলার ৯ টি উপজেলায় তিনটি করে মোট ২৭টি টিম কাজ করছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ