Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত কাশ্মীর নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, দখলীকৃত কাশ্মীর উপত্যকা পরিস্থিতি নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত। তিনি সোমবার বলেন, বিদেশি ক‚টনীতিকদের কাশ্মীর উপত্যকায় এক ট্যুরে নিয়ে তাদেরকে সেখানকার পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য দেয়ার চেষ্টা করছে ভারত। দখলীকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। বিশ্ব স¤প্রদায়কে ভুলপথে চালিত করার জন্য নয়া দিল্লিতে অবস্থানরত বিদেশি ক‚টনীতিকদের সফর আয়োজন করতে যাচ্ছে ভারত। এ নিয়ে মন্তব্য করছিলেন জাহিদ হাফিজ চৌধুরী। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে আরো বলা হয়, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি শান্ত রয়েছে তা দেখানোর জন্য ইউরোপিয়ান ও উপসাগরীয় দেশগুলোর ক‚টনীতিকদের ১৭ ও ১৮ই ফেব্রæয়ারি জম্মু-কাশ্মীর সফরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ভারত। ২০১৯ সালের আগস্টে ওই অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল করে দিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে ভারত। প্রায় দেড় বছর ৪জি ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর তা পুনরায় চালু করা হয়েছে। দখলদারিত্ব কায়েমের পর এটা হবে বিদেশি ক‚টনীতিকদের এমন তৃতীয় সফর। এর আগে এমন সফর হয়েছিল গতবছর জানুয়ারি ও ফেব্রæয়ারিতে। ডন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ