Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএ ইন্টারমিডিয়েটে ভারতসেরা জারিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মহারাষ্ট্রের থানে জেলার মুমব্রার জারিন বেগম ইউসুফ খান পুরনো সিলেবাসে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ) ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভারতসেরা হয়েছেন। জানা গেছে, ২৪ বছর বয়সী ওই তরুণী ৬৫ দশমিক ৮৬ শতাংশ নম্বর পেয়েছেন। গত ৮ ফেব্রæয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তিন ভাই-বোন ও বাবা-মার সঙ্গে মাত্র তিন শ স্কয়ারফুটের একটি বাসায় থাকেন জারিন খান। জারিন বলেছেন, সারা রাত পড়ার জন্য বাড়ির রান্নাঘর বেছে নিতে হয়েছিল। তিনি আরো বলেছেন, পড়ার খরচ জোগাড়ের জন্য থানেভিত্তিক একটি প্রতিষ্ঠানে খন্ডকালীন কাজ করেছেন এক বছর। জারিন জানান, আমি ভাবতেই পারিনি যে প্রথম হয়েছি। দেশে প্রথম হওয়া তো দূরের কথা, কোনো অবস্থানে থাকব, সেটাও ভাবিনি। মাঝখানে দুই বছর পড়াশোনায় বিরতি দিয়েছি। তিনি আরো বলেন, এক বছরের জন্য একটি কম্পানিতে ইন্টার্নশিপ করেছি। পরিবারের সহায়তায় সিএ ক্লাসের জন্য টাকা সংগ্রহ করেছি। পরিবারের সহায়তায় গত বছর পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষায় বসার আগে ভয়ে ভয়ে ছিলাম। জারিন আরো বলেন, লকডাউনে আমি পড়াশোনায় মনোনিবেশ করার জন্য আরো সময় পেয়েছি। আমাদের বাড়ি রাস্তার কাছাকাছি থাকায় সারা দিন অনেক শব্দ থাকে। ইন্ডিয়া টুডে, ডেইলি হান্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জারিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ