মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব বাণিজ্য সংস্থার(ডবিøউটিও) প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এনগোজি ওকনজো-আইওয়ালা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাকে প্রত্যাখ্যানের তিন মাস পর প্রথম আফ্রিকান হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন। এনগোজি বলেন, বৈশ্বিক মহামারী করোনা থেকে উত্তরণে একটি শক্তিশালী ডবিøউটিও গুরুত্বপ‚র্ণ। সোমবার বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর একটি ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করে। সেখানে নতুন মহাপরিচালক হিসেবে বিশ্বব্যাংকের এই সাবেক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে ৬৬ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, মহামারির বিপর্যয় থেকে দ্রæত ও পরিপ‚র্ণ উত্তরণে একটি শক্তিশালী ডবিøউটিও গুরুত্বপ‚র্ণ। ‘বিশ্ব অর্থনীতিকে ফের সচল করতে যে ধরনের নীতি দরকার—তা প্রণয়ন ও বাস্তবায়নে সদস্য দেশগুলোর সঙ্গে আমি কাজ করে যাব।’ তিনি আরও বলেন, আমাদের সংস্থাটি অনেক বড় বড় প্রতিক‚লতার মোকাবিলা করেছে। কিন্তু সবাই একসঙ্গে কাজ করলে ডবিøউটিওকে আরও জোরদার করতে পারব। আগামী পহেলা মার্চ দায়িত্ব গ্রহণ শুরু করবেন এনগোজি। ২০২৫ সালের ৩১ আগস্ট তার মেয়াদ শেষ হবে। যদিও এই মেয়াদ নবায়নযোগ্য। একজন পশ্চিমা ক‚টনীতিক বলেন, তিনি আফ্রিকান বা নারী—কেবল এ জন্যই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে- তা কিন্তু না। বরং যোগ্যতা ও অভিজ্ঞতার দিক থেকে তিনি অসাধারণ একজন প্রার্থী। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।