Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের ইতিহাসগড়া সিরিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

একশোর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের পুঁজি পেল ডেভিড মিলারের আগ্রাসী হাফসেঞ্চুরিতে। জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পাওয়া পাকিস্তানকে জোর ধাক্কা দিলেন তাবরাইজ শামসি। তাতে রোমাঞ্চ ছড়াল সিরিজ নির্ধারণী ম্যাচে। তবে লোয়ার অর্ডারে মোহাম্মদ নওয়াজ ও হাসান আলীর জুটি জমে যাওয়ায় ৮ বল হাতে রেখে সিরিজ জিতলেন বাবর আজমরা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটি ১০০তম জয়। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে প্রথম দল হিসেবে জয়ের সেঞ্চুরি প‚রণ করে তারা গড়েছে ইতিহাস। এ পর্যন্ত ১৬৪ ম্যাচ খেলেছে তারা। দলটি হেরেছে ৫৯ ম্যাচে। টাই হয়েছে তিনটি। দুটিতে ফল আসেনি।
গতপরশু রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ৮ উইকেটে ১৬৪ রানের জবাবে স্বাগতিকরা ৬ উইকেটে ১৬৯ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায়। ২-১ ব্যবধানে ৩ ম্যাচের সিরিজ ঘরে তুলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা জেতার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করেন মিলার। ৪৫ বলে ৭ ছক্কা ও ৫ চারে অপরাজিত থাকেন ৮৫ রানে। টি-টোয়েন্টিতে বাঁহাতি এই ব্যাটসম্যানের এটি তৃতীয় ফিফটি। এছাড়া শামসি ৪ উইকেট নেন ২৫ রানে। রান তাড়ায় পরপর দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা কিপার-ব্যাটসম্যান এদিনও খেলছিলেন আস্থার সঙ্গে। তাকে এলবিডব্লিউ করে থামান শামসি। রিজওয়ানের ৩০ বলে ৪২ রানের ইনিংসে ছক্কা দুটি ও চার পাঁচটি। তবে শেষ দিকে চাপে পড়ে যাওয়া পাকিস্তানকে টানেন হাসান। ৭ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রানের ইনিংসে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। বল হাতে এই পেসারের প্রাপ্তি ২৯ রানে ২ উইকেট। তবে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নওয়াজ অপরাজিত থাকেন ১১ বলে ১৮ রানে। তিন ম্যাচে ১৯৭ রান করা রিজওয়ান জেতেন সিরিজ সেরার পুরস্কার।
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৬৪/৮ (মালান ২৭, বিলিয়ন ১৬, মিলার ৮৫*, প্রিটোরিয়াস ৯, ফরচুইন ১০, সিম্পালা ৮*; নওয়াজ ২/১৩, হাসান ২/২৯, জাহিদ ৩/৪০, উসমান ১/১২)। পাকিস্তান : ১৮.৪ ওভারে ১৬৯/৬ (রিজওয়ান ৪২, হায়দার ১৫, বাবর ৪৪, ফাহিম ১০, নওয়াজ ১৮*, হাসান ২০*; ফরচুইন ১/৩০, প্রিটোরিয়াস ১/৩৩, ফেলুকওয়ায়ো ০/৩৭, সিম্পালা ০/২৩, শামসি ৪/২৫)। ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মোহাম্মদ নওয়াজ। সিরিজ : পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী। সিরিজসেরা : মোহাম্মদ রিজওয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ