Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেঞ্চুরিতে ব্যাটিংয়েও নায়ক অশ্বিন

চেন্নাইয়ে জয় দেখছে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

৪৩ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস ধসিয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমেও দারুণ এক সেঞ্চুরিতে নায়ক বনেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যের পর তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। অশ্বিনের সেঞ্চুরিতে ভারত দ্বিতীয় ইনিংসে করে ২৮৬ রান। ইংল্যান্ড থেকে তারা স্বাগতিকরা এগিয়ে যায় ৪৮১ রানে। ৪৮২ রানের বিশ্ব রেকর্ড ভাঙ্গার দুরূহ চ্যালেঞ্জে নেমে ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। গতকাল চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষেই তাই ম্যাচের গতিপথ তাই অনেকটাই পরিষ্কার।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ১ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করা ভারতের তাড়া ছিল দ্রুত রান তুলার। প্রথম ইনিংসে ১৯৫ রানের বড় লিডের সঙ্গে টার্নিং উইকেটে যত দ্রুত রান বাড়ানো যায় সেই কৌশলই ছিল তাদের। কিন্তু সকালে নেমেই ধাক্কা খায় পরিকল্পনা। তড়িঘড়ি ফিরে যান রোহিত শর্মা, রিশভ পন্ত। বেশিক্ষণ টেকেননি চেতশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলি এক প্রান্ত আগলে রেখেছিলেন। আজিঙ্কা রাহানে আর অক্ষর প্যাটলও যোগ সঙ্গত। ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরই ক্রিজে এসে কোহলির সঙ্গে দারুণ জুটি পান অশ্বিন। দুজনের জুটিতে আসে ৯৬ রান। ৬২ করা কোহলিকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মঈন আলি।
এরপর টেল এন্ডারদের এক পাশে রেখে চলে অশ্বিনের একক পথচলা। বেশিরভাগ সময় স্ট্রাইক নিজের কাছে রেখে রান বাড়াতে থাকেন তিনি। শেষ ৩ উইকেটে যোগ করেন আরও ৮২ রান। নবম ব্যাটসম্যান হিসেবে ইশান্ত শর্মা আউট হওয়ার সময় ভারতের রান ছিল ২৩৭। মোহাম্মদ সিরাজকে এক পাশে রেখে ওই অবস্থা থেকে দ্রুত তিন অঙ্কের দিকে এগিয়ে যান অশ্বিন। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে তবেই থেমেছে তার দৌড়। টার্নিং উইকেটে কঠিন চ্যালেঞ্জ নিয়ে নেমে প্রথম আধঘন্টা পার করে দিয়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ররি বার্নস-ডম সিবলি। প্যাটেল এসে সিবলিকে এলবিডব্লিউ বানিয়ে হানেন প্রথম আঘাত। সেঞ্চুরির রেশ থাকতেই বল হাতে নিয়ে অশ্বিন আউট করেন বার্নসকে। শেষ বিকেলে নাইটওয়াচম্যান জ্যাক লিচকেও কেড়ে নেন প্যাটেল।
স্টের বাকি আছে আরও দুই দিন। জিততে হলে ইংল্যান্ডের চাই আরও ৪২৯ রান! ম্যাচ বাঁচানোও প্রায় অসম্ভব। ৭ উইকেট নিয়ে ব্যাট করতে হবে দুদিন। টেস্ট ইতিহাসে কোন উইকেটেই এমন কোন নজির নেই। স্পষ্টভাবে ম্যাচটা মুঠোয় নিয়ে সিরিজের ফেরার অপেক্ষায় আছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩২৯ ও ২য় ইনিংস : (আগের দিন ৫৪/১) ৮৫.৫ ওভারে ২৮৬ (রোহিত ২৬, পুজারা ৭, কোহলি ৬২, পন্ত ৮, রাহানে ১০, অশ্বিন ১০৬, সিরাজ ১৬*; স্টোন ১/২১, লিচ ৪/১০০, মঈন ৪/৯৮)।
ইংল্যান্ড : ১৩৪ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৪৮২) ১৯ ওভারে ৫৩/৩ (বার্নস ২৫, সিবলি ৩, লরেন্স ১৯*, লিচ ০, রুট ২*; ইশান্ত ০/৬, প্যাটেল ২/১৫, অশ্বিন ১/২৮)।
তৃতীয় দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়ক-অশ্বিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ