Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউডের ফিল্মের জন্য গাইলেন লেসলি লুইস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভারতীয় গায়ক-কম্পোজার লেসলি লুইস হলিউডের ফিল্ম ‘ট্র্যাপ সিটি’র জন্য গেয়েছেন। গানটির টাইটেল ‘অনটুরাজ’; হিপ-হপ শিল্পী দি এটিজি গানটি প্রযোজনা করেছেন। গানটিতে র‌্যাপার ওমার গুডিং গানটিতে লুইসকে সহায়তা করেছেন। “ভারতীয় শিল্পী হিসেবে হলিউডের গানে কণ্ঠ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে কারণ এটি একটি বিরল সুযোগ। তাদের কাহিনী বলার ধরণ ভিন্ন বলে হলিউডের ফিল্মে খুব কমই গান থাকে, এখানকার ফিল্মের সঙ্গীত বলতে যন্ত্রসঙ্গীত। তবে বিখ্যাত র‌্যাপার ওমার গুডিংয়ের সঙ্গে ‘অনটুরাজ’ গানটি একেবারে ভিন্ন ধারার। তিনি গানটি লিখেছেন আর র‌্যাপে অংশ নিয়েছেন , বাকি গান আমি গেয়েছি। এটি হলিউডে আমার প্রথম গান আর আমি সন্তুষ্ট,” লুইস বলেন। এটিজি বলেন : “গানটি প্রযোজনার সময় আমি খেয়াল রেখেছি যাতে এটি ভাল ক্লাব সঙ্গীত হয়, যেটি বর্তমান সময়ের উপযোগী। আমার সমসাময়িক কাজের থেকে এটি একটু আলাদা। আমি প্রযোজনার মান অক্ষুন্ন রাখার চেষ্টা করেছি। আমি স্বাভাবিক ধারায় কাজ করতে গিয়ে কয়েকটি ধারার সংমিশ্রণ করার পর দেখলাম সেটি ভাল ডান্স সঙ্গীত হয়েছে।” স¤প্রতি কয়েকটি মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মে গানটি মুক্তি পেয়েছে। ‘ট্র্যাপ সিটি’তে অভিনয় করেছেন ব্র্যান্ডন টি. জ্যাকসন, ক্লিফটন পাওয়েল, কিথ মিডলব্রুক এবং তামিল গায়ক অভিনেতা জিভি প্রকাশ কুমার। ফিল্মটির কাহিনী এক র‌্যাপ গায়কে যে এক মাদক কারবারির হয়ে কাজ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ