Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাভাবিকের চেয়ে চার গুণ বড় জিহ্বা শিশুটির!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

তিন বছরের শিশু ওভন থমাস ‘বেকউইথ উইডিমান সিন্ড্রোম’ রোগে ভুগছে। বিরল এই রোগের নাম অনেকেই হয়তো শোনেননি। এই রোগের ফলে আক্রান্ত ব্যক্তির শরীরের কিছু অংশ হঠাৎ করেই লম্বা হতে শুরু করে। চিকিৎসকেরা বলছেন, ১৫ হাজারের মধ্যে একজন শিশুর এই রোগ হয়। ওভনের ক্ষেত্রে এই রোগ দেখা দিয়েছে জিহবায়। তার জিহবা স্বাভবিকের তুলনায় চারগুণ বড়। যে কারণে সমস্যায় পড়েছেন তার বাবা-মা। যখন ওভনের জন্ম হয় তখন এই ব্যাপারটা চিকিৎসকরাও বুঝতে পারেননি। তারা জানিয়েছিলেন, খুব সম্ভবত, জিহবা ফুলে যাওয়ায় এমনটা হয়েছে। কিন্তু পরীক্ষা করার পর দেখা যায়, ওভন ‘বেকউইথ উইডিমান সিন্ড্রোম’ রোগে আক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ায় ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল ওভনের। জন্মের সময় থেকেই তার জিহবা আর পাঁচটা শিশুর চেয়ে অনেক বড় ছিল। এমনকি, অনেক সময় ওভনের শ্বাস নিতেও অসুবিধা হতো। তার ছেলে যে অন্যদের থেকে আলাদা এটা বুঝতে পেরে ওভনের মা অক্সিজেন চেক করার জন্য অক্সিজেন মিটার বাড়িতে এনে রেখেছেন। তার মা জানিয়েছেন, এটি বেশ কয়েকবার ওভনের জীবন বাঁচাতে সাহায্য করেছে। প্রতি ৩ মাসে ওভনের রক্তে অক্সিজেনের মাত্রা চেক করা হয়। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার-গুণ-বড়-জিহ্বা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ