Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তির ধর্ম ইসলামের অনুসারীরা ভালো মানুষ : নও মুসলিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানে বছরখানিক থাকার পর এবং সেদেশের মানুষের সঙ্গে মিশে মুগ্ধ হন জার্মান ব্লগার। আর সেই মুগ্ধতায় তাকে এতটায় আকর্ষণীয় করে তুলেছে যে তিনি ইসলাম গ্রহণ করেন এবং পাকিস্তানের মানুষের জন্য ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম আর এই ধর্মের অনুসারীও খুব ভালো মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের বিস্মিত করে জার্মানির জনপ্রিয় ট্রাভেল ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর ক্রিশ্চিয়ান ব্যাটজমান ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টে তিনি জানান, পাকিস্তানে এক বছর অবস্থানের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইনস্টাগ্রামের ইসলাম গ্রহণের ঘোষণা দেয়া পোস্টে ইসলামিক স্কুল অব মিয়ামি থেকে পাওয়া তার ইসলাম গ্রহণের সনদপত্র হাতে নিয়ে তোলা নিজের দুইটি ছবি সংযুক্ত করেন। পোস্টে তিনি লিখেন, ‘আমি এই চ্যানেল (ইউটিউব) শুরু করি গত ডিসেম্বরে এবং প্রায় এক বছর পাকিস্তানে কাটিয়েছি। এই সময়ে আমি অনেক অসাধারণ মানুষের সাথে মিশেছি এবং ধর্ম ও জীবন সম্পর্কে বিপুল কিছু শিখেছি। ইউরোপে বেড়ে ওঠার সময়, ইসলাম শব্দের সাথে সবসময়ই নেতিবাচকতা, যুদ্ধ, সন্ত্রাসের সংযোগ ছিল।’ এই ব্লগার বলেন তার শৈশবের ঘনিষ্ঠ বন্ধুরা মুসলিম। ইসলামকে তিনি ‘শান্তির ধর্ম’ হিসেবে উল্লেখ করেন। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্তির-ধর্ম-ইসলাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ