Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

১৩ শতাধিক তরুণীর হিজাব পরিধানে ব্যতিক্রমী অনুষ্ঠান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ইরাকের দক্ষিণাঞ্চল কুর্দিস্তানের হালাবজা এলাকার ১৩ শতাধিক তরুণীর হিজাব পরিধান নিয়ে বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্ণ মুকুট বা গোল্ডেন ক্রাউন নামের এ অনুষ্ঠানটি তরুণীদের হিজাব পরা উপলক্ষে কয়েক বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে। হিজাবকে সবার মধ্যে গ্রহণযোগ্য করে তুলতেই প্রতি বছর এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক কুর্দিস্তানের ছাত্র উন্নয়ন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্বর্ণ মুকুট বা গোল্ডেন ক্রাউন অনুষ্ঠানটি বার্ষিক পরিকল্পনার অন্যতম একটি অংশ। সপ্তমবারের মতো এবারের অনুষ্ঠানে ১৩৫৭ জন তরুণী হিজাব পরিধান করে। তরুণীদের হিজাব পরিধানের ইচ্ছাকে স্বাগত জানিয়ে এবং হিজাবকে সবার মধ্যে গ্রহণযোগ্য করতে প্রতি বছর কুর্দিস্তানের বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন করা হয়।’ প্রসঙ্গত, স্বর্ণ মুকট বা গোল্ডেন ক্রাউন নামের অভিনব আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তাতে হ্যাশট্যাগ দিয়ে এ আয়োজনের প্রতি সবাই সমর্থন জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন এ আয়োজনকে স্বাগত জানায়। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে তরুণীরা আরও বেশি করে হিজাবের প্রতি তাদের সমর্থনের কথা জানাচ্ছেন। কনেকশিওন ব্লগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজাব-পরিধানে-অনুষ্ঠান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ