মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবওয়ে সিস্টেমে কয়েকটি ছুরি হামলার ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ম্যানহাটন ও কুইন্সের সাবওয়ে স্টেশনগুলোতে দুই ব্যক্তিকে খুন ও দুটি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে গ্রেপ্তার রিগোবের্তো লোপেজের বিরুদ্ধে। নিউ ইয়র্ক শহর পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছুরির ছবি পোস্ট করেছে। হামলায় হতাহতরা সবাই গৃহহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে থাকা রক্তমাখা কাপড় দেখে লোপেজকে গ্রেপ্তার করা হয় বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। সন্দেহভাজনের বয়স ২১ বছর এবং সে নিজেও গৃহহীন বলে জানিয়েছে তারা। নিউ ইয়র্ক শহর পুলিশের কমিশনার ডেরমট শেয়া জানিয়েছেন, শুক্রবার সকালে প্রথম হামলার ঘটনাটি ঘটে, আপার ম্যানহাটনের ওয়েস্ট ১৮১তম স্ট্রিট স্টেশনে মুখোশ পরা এক হামলাকারী ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। হাসপাতালে ভর্তি আহত এই ব্যক্তি সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানায়, ওই দিন রাতে কুইন্সের ফার রকওয়ে-মট অ্যাভিনিউ স্টেশনে একটি ট্রেনে ছুরিকাঘাতে নিহত পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে পাওয়া যায়। এর দুই ঘণ্টা পর ম্যানহাটনের ২০৭তম স্ট্রিট স্টেশনে আরেকটি ট্রেনে ছুরিকাঘাতের ক্ষত নিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা ৪৪ বছর বয়সী এক নারীকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে চতুর্থ ঘটনায় ওয়েস্ট ১৮১তম স্টেশনে ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তির পিঠে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল আছে বলে পুলিশ জানিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।