Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় বিমানের জরুরি অবতরণ পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে রবিবার জরুরিভিত্তিতে অবতরণ করে ভারতের একটি বিমান। জ্বালানি নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সেখানে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটির (সিএএ) সঙ্গে যোগাযোগ করে। তাদেরকে জানানো হয়, তাদের জরুরি অবতরণ দরকার। জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে। ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন ব্রিটিশ একজন রোগী, চিকিৎসক ও দু’জন নার্স। দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি তাজাকিস্তানের রাজধানী দুশানবেতে যাচ্ছিল। মাঝ আকাশেই দেখা যায় জ্বালানি প্রায় শেষের পথে। এতে রীতিমতো সমস্যায় পড়তে হয় বিমানের পাইলটকে। বাধ্য হয়ে ইসলামাবাদ এয়ারপোর্টের সিএএ-র সঙ্গে কথা বলার পর অনুমতি মেলে। দুই ঘন্টা পর জ্বালানি নিয়ে আবারো দুশানবেতের দিকে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস।



 

Show all comments
  • Burhan uddin miah ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৬ পিএম says : 0
    That is real humanity....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ