Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও তাইপের বড় জয়

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ‘সি’ গ্রুপে আবারও বড় জয় তুলে নিয়েছে চাইনিজ তাইপে। কিরগিজস্তানের পর এবার তারা তছনছ করেছে সিঙ্গাপুরকে। গতকাল সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে তাইপে ৯-০ গোলে হারায় সিঙ্গাপুরকে। একতরফা লড়াইয়ে প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াবার সুযোগই দেয়নি তাইপের কিশোরীরা। ম্যাচের ৩ মিনিটে অধিনায়ক মিডফিল্ডার সু ইউ সুয়ান গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। ১১ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার ঝেং ইয়া জিহ (২-০)। এর ঠিক দু’মিনিট পরই আরো একবার সিঙ্গাপুরের জালে বল পাঠান মিডফিল্ডার দাই লিং (৩-০)। ৩৩ মিনিটে মিডফিল্ডার নিয়েন তাইপের পক্ষে চতুর্থ গোল করেন (৪-০)। ৫১ মিনিটে গোল করেন বদলি মিডফিল্ডার ইউ জু (৫-০)। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নিয়েন (৬-০)। ৮৩ মিনিটে আবারো সিঙ্গাপুরের জাল কাঁপান দলীয় অধিনায়ক সুয়ান (৭-০)। ৮৮ মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন সুয়ান (৮-০)। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মিডফিল্ডার ঝেং ইয়া জিহ (৯-০)। একই মাঠে বিকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ইরান ৫-০ গোলে হারায় সংযুক্ত আরব আমিরাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারও তাইপের বড় জয়

১ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ