Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় রাউন্ডে ৫ ব্রিটিশ!

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফ্রেড পেরির পর দীর্ঘ ৭৭ বছর পর উইম্বলডন জিতে ব্রিটিশ আকাশে হ্যালির ধূমকেতু হয়ে ধরা দিয়েছিলেন অ্যান্ডি মারে ২০১৩ সালে। এ বছর আবারও ইংল্যান্ড সেরার মুকুট নিজের মাথাতেই রেখে দেন এই স্কটিশ। তবে ৩টি গ্র্যান্ড স্ল্যাম মালিকের অপরটি এসেছিলো ইউএস ওপেন থেকে, ২০১২ সালে। এবারও অনেকটাই এক তরফা ব্রিটিশ আধিপত্য রেখে চলেছেন মারেরা। গেলপরশু ২৯ বছর বয়সী তারকা ৬-৩, ৬-২, ৬-২ গেমে চেক প্রজাতন্ত্রেও লুকাস রসুলকে হারিয়ে ৫ম ব্রিটিশ হিসেবে জায়গা করে নেন এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে! নিউ ইয়র্কে ফ্ল্যাশিং মিডোর এই জয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন এবারের রিও অলিম্পিকে স্বর্ণজয়ী এই তারকা। তার আগেই প্রথম রাউন্ড টপকেছেন তার ৪ স্বদেশি ড্যান ইভান্স, নাওমি ব্রডি, কাইল এডমান্ড এবং জোহানা কন্তা। অসুস্থতার কারণে প্রথম রাউন্ড থেকে হিদার ওয়াটসন আর আলজাজ বেদেনে বিদায় না নিলে সংখ্যাটি দাঁড়াতো সাতে! এর আগে কোনো গ্র্যান্ড স্ল্যামে এত বেশি ব্রিটিশ টেনিসার খেলেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় রাউন্ডে ৫ ব্রিটিশ!

১ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ