মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব সাগরে ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। সপ্তাহব্যাপী এ মহড়ায় অংশগ্রহণ করছে রাশিয়া ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, ‘শান্তির জন্য একসঙ্গে’ স্লোগানে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। বিবৃতিতে আরো বলা হয়েছে, এর উদ্দেশ্য হলো নৌদস্যু, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, মহড়ায় ৪৫টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করায় অনেক দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। প্রায় এক দশকের মধ্যে ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া। এটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।
সর্বশেষ ২০১১ সালে স্পেন উপক‚লে বোল্ড মনার্চ নামের একটি যৌথ মহড়ায় রাশিয়া ও ন্যাটোর নৌবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে। সূত্র : মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।