Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘর্ষ দখল বর্জন

শেষ হয়েছে ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচন প্রার্থীর ভাই নিহত আহত ৩০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ভোটকেন্দ্র দখল, গুলি, হত্যা, বোমা বিস্ফোরণ, সংঘাত, ভোট বর্জন, কেন্দ্রে যেতে বাধা, এজেন্ট বের করে দেয়া, ইভিএম নষ্টে ভোট বন্ধ, প্রার্থী আটকসহ নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ ধাপে ৩৪টি জেলার ৫৫টি পৌরসভার ভোটগ্রহণ। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নির্বাচনেও ছিল একই দৃশ্য একই অভিযোগ। চার দফা ভোটে এবারই সবচেয়ে বেশি সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগ এসেছে বিভিন্ন পৌরসভা থেকে। এসব সহিংসতায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে চট্টগ্রামের পটিয়া পৌরসভায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে ১জন গুলিবিদ্ধসহ ৩জন আহত এবং একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধের ঘটনা ঘটেছে। লালমনিরহাট ও ঠাকুরগাঁও পৌরসভায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করা হয়। এসব পৌরসভায় ভোটকেন্দ্রে বহিরাগতরা ঢুকে ভোটারদের হাতের ছাপ নিয়ে তাদের ভোট দিতে না দিয়ে বের করে দিয়েছে। মুন্সীগঞ্জের মিরকাদিম, বরিশালের বানারীপাড়া, চুয়াডাঙ্গার জীবননগর, চাঁদপুরের ফরিদগঞ্জ ও বাগেরহাটসহ আরও অনেক পৌরসভায় বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করেন। টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় একটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এদিকে, কেন্দ্রের ভেতর ‘হইচই’ করায় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীকে দুই ঘণ্টা আটক রেখে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় সব পৌরসভায় ক্ষমতাসীনরা কেন্দ্র দখল করে নিজেদের মতো করে ভোট নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসব গুরুতর অভিযোগের মধ্য দিয়েই শেষ হলো ৫৫টি পৌরসভার ভোট। এর মধ্যে ৩০টি পৌরসভায় ইভিএম ও ২৫টি পৌরসভায় ব্যালট পেপার ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ নির্বাচনেও আগের তিনটি ধাপের মতো ক্ষমতাসীন দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা একচেটিয়া বিজয়ের পথে রয়েছে। প্রথম ধাপের তফসিলে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। পঞ্চম ও বা শেষ ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।

চট্টগ্রাম : সংঘর্ষ, গুলি, ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগের মধ্যদিয়ে চট্টগ্রামের তিনটি পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। পটিয়ায় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক কাউন্সিলর প্রার্থীর ভাই গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। গতকাল রোববার গোবিন্দারখীল এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে মো. আবদুল মাবুদ (৫০) মারা যান। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই। আহতদের মধ্যে মো. হাসান (২৩), মোবাসিক জান্নাত (৩০), মো. ফাহিম (১৮), আবদুল আল মাহমুদ (১৮), নুসরাত (২০), জালাল উদ্দিন (২৫), মো. আশেক (২৫), মো. ইদ্রিসকে (৮০) চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোটকেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে ভোট কেন্দ্র এলাকায় স্থানীয় আনসার ভিডিপি ক্লাব ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিবি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের পৃথক টিম অভিযান চালিয়ে ওই কেন্দ্রের দুই কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান (ডালিম প্রতীক) ও সরোয়ার কামাল রাজিবকে (উটপাখি প্রতীক) আটক করে। সংঘর্ষের কারণে কয়েক ঘণ্টা ভোট বন্ধ থাকে। এদিকে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম মাষ্টার বেলা ২টায় ভোট বর্জন করেন। চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। সকালে গাছবাড়িয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দুই ভোটকেন্দ্র দখল নিতে মো. খোরশেদ আলম সবুজ ও মো. লোকমান হাকিমের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ হয়। সাতকানিয়া পৌর নির্বাচনেও ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কেন্দ্রে প্রভাব বিস্তারের ঘটনা ঘটে।

নোয়াখালী : সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে দুই মেয়র প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মোহন নামের এক যুবক গুলিবিদ্ধসহ অন্তত ৫জন আহত হয়েছেন। অপরদিকে ভোটারদের জোর পূর্বক নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করায় দুই এজেন্টকে আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পৃথক কেন্দ্রে এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সোনাইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে মোহন (২০)। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, তারা সবাই আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থক। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর তারা পৌরসভার ৬নং বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশের একটি বাড়িতে বসে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল প্রতীকের একদল সমর্থক তাদের ওপর অর্তকিত হামলা চালায়।

অপরদিকে পৌরসভাটির ১নং কৌশল্যারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোট দিতে আসা কয়েকজন ভোটারকে জোর পূর্বক সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর চশমা প্রতীকে ভোট দিতে বলে দুইজন এজেন্ট। পরে ভোটারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই এজেন্টকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা পুলিশের এসআই ফারুক হোসেন।

রাজশাহী : রাজশাহীর নওহাটা পৌরসভার বাগধানী কেন্দ্রে বহিরাগতদের ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় সকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির সময় বহিরাগত ১১ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় ইটের আঘাতে বাংলাভিশনের ক্যামেরাম্যান জসিমের মাথায় ইটের আঘাতে আহত হন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মীর মহি উদ্দিন। গতকাল দুপুর একটার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের বাজারপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এদিকে, জীবননগর পৌর নির্বাচনেও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শাহাজাহান কবির।
বাগেরহাট : বাগেরহাটে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল। এর আগে তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজ কেন্দ্রে বেলা ১১টায় নিজের ভোট দেন। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এসময়ে তিনি বলেন, আমার পরিবারসহ নিকট আত্মীয় স্বজনরা ভোটকেন্দ্রে গেলে তাদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এটা কোনো ভোটের পরিবেশ হতে পারে না। তাই একজন প্রার্থী হিসেবে আমি এই ভোট বর্জন করছি।

লালমনিরহাট : লালমনিরহাট ও পাটগ্রাম পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টা দিকে পৌরসভার চারটি কেন্দ্রে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এদিকে পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পাঁচজন আহত হয়েছেন।
নাটোর : নাটোরের বড়াইগ্রামে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী ইসাহাক আলী। গতকাল দুপুরে তিনি তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, ভোটের আগে থেকেই নেতাকর্মীদের মারপিট ও বাড়িঘরে হামলা অব্যাহত ছিল।

টাঙ্গাইল : চতুর্থ ধাপে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ভোট চলাকালে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চার ব্যক্তি আহত হয়েছেন। গতকাল দুপুরে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান। গতকাল বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এসময় তিনি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, জোরপূর্বক নৌকা প্রতীকে ভোটপ্রদানসহ নানা অভিযোগ করেন।

হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে হামলা চালিয়ে দখলে নেয়ার চেষ্টা করেছে একদল যুবক। তবে প্রশাসনের হস্তক্ষেপে দখলে নিতে পারেননি তারা। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। গতকাল বিকেল ৩টার দিকে চুনারুঘাট পৌরসভার হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী হায়দার পাঠানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে পৌরসভার কাছিয়াড়া মহিলা আলিয়া মাদরাসা কেন্দ্রে সংঘর্ষে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্র দখল করে কাউন্সিলর প্রার্থী জুয়েলের সমর্থকরা ব্যালট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় অপর কাউন্সিলর প্রার্থী আলী হায়দার পাঠান বাধা দেন। এতে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে সকাল সাড়ে দশটায় ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেন।

ময়মনসিংহ : কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ময়মনসিংহের ত্রিশালে মো. উসমান গনি কুদ্দুস নামের এক কাউন্সিল প্রার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে ৯টার দিকে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক মো. উসমান গনি ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনের ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ০৮.৪০- এ ঠাকুরগাঁও মহিলা কলেজের ভোটকেন্দ্রে মুখোশ পরা এক দুর্বৃত্ত এ ঘটনাটি ঘটায়। দুপুরের মধ্যে ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগের লোকজন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। বিএনপি প্রার্থী শরীফ হোসেন অভিযোগ করেন, ৭ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর হাইস্কুল কেন্দ্রের বিএনপির এজেন্টদের হ্যান্ডকাফ লাগিয়ে পুলিশ আটক করে নিয়ে গেছে। ঐ কেন্দ্রে গিয়ে কোনো বুথেই বিএনপির কোনো পোলিং এজেন্টকেই পাওয়া যায়নি। আশ্রমপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রত্যেক বুথে বহিরাগতরা গোপন ব্যালটের পর্দার বাইরে দাঁড়িয়ে বলে দিচ্ছেন, এখানে এখানে টেপেন। শুধু মেয়র নয়, সরকার দলীয় কাউন্সিলরদেরও এভাবে জিতিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢেড়স মার্কার কাউন্সিলর প্রার্থী সফিউল এনাম পারভেজ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ইভিএমে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে দেখা গেছে। তবে কাউন্সিলর প্রার্থীদের ভোট গোপন কক্ষে দিচ্ছেন ভোটাররা। এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া। সকাল ১১টায় আখাউড়া বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বুথে চলছে আওয়ামী লীগের মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোটগ্রহণ। ভোটাররা আঙুলের ছাপে নিজেদের পরিচয় সনাক্তের পর গোপন কক্ষে ভোট প্রদানের আগে প্রকাশ্যে ইভিএমে নৌকা প্রতীকে ভোট নিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টরা। তারপর গোপন কক্ষে কাউন্সিলর প্রার্থীদের ভোট দিতে হচ্ছে। পরে ভোট কারচুপির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম খান নির্বাচন বর্জন করেছেন।

রামগতি (লক্ষীপুর) : লক্ষীপুরের রামগতি পৌরসভায় নৌকায় ভোট দেয়া বাধ্যতামূলক, এজেন্টদের মারধর ও কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগে ধানের শীষের প্রার্থী সাহেদ আলী পটু ও লাঙলের প্রার্থী আলমগীর হোসেন ভোট বর্জন করেছেন। জাতীয় পার্টির প্রার্থী আলমগীর হোসেন বলেন, আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। মারধর করা হয়েছে। নৌকায় ভোট দিতে আওয়ামী লীগের নেতারা ভোটারদের বাধ্য করছে। এ নির্বাচনে থাকার প্রয়োজন নেই। আমি ভোট বর্জন করেছি। বিএনপির প্রার্থী সাহেদ আলী বলেন, ইভিএম আওয়ামী লীগ নেতাদের দখলে। তারা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এহসান কুফিয়া। বেলা সাড়ে ১১টায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

নরসিংদী : মাধবদী পৌরসভা নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দিয়ে নৌকা মার্কার পক্ষে একচেটিয়া ইভিএমের বাটন টিপার অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছে বিএনপি›র প্রার্থী আনোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মনির হোসেন শামীম। এর আগে গোলযোগের কারণে ৪ টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। সকাল ৯ টায় নৌকা মার্কার সমর্থকরা ইউএমসি জুটমিলের ৩২,৩৩ ও ৩৪ নম্বরের তিনটি কেন্দ্রে অস্ত্র¿ নিয়ে হামলা চালায়। তারা কেন্দ্র গুলোতে ঢুকেই কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়নি। নৌকা মার্কার সমর্থকদের হামলার সময় ভোটাররা প্রাণের ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। এ সময় নৌকা মার্কার সমর্থক রা তিনটি ভোট কেন্দ্র থেকে সকল ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। প্রতিবাদ করায় উটপাখি মার্কার প্রার্থী খায়রুল ও তার সমর্থকরা কাউন্সিলর পদপ্রার্থী আইনুদ্দিনকে মেরে রক্তাক্ত করে দেয়। এ সময় মিছিল আলীসহ আরো পাঁচজন আহত হয়।
পটুয়াখালী : কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদ সহ অন্যান্য পদে নিজ নিজ প্রার্থী বিজয়ী করতে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যাপক ভোটারদের উপস্থিতিতে সকাল ভোটগ্রহণ শেষ হয়েছে।

বাগমারা (রাজশাহী) : নির্বাচন শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে ভোট বর্জন করেছেন রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার বিএনপির প্রার্থী আবু নঈম শামসুর রহমান ওরফে মিন্টু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন

১৫ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ