বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পর্যটন শহর কক্সবাজারে চলছে বিশ্ব ভালবাসা দিবসের উচ্ছ্বাস। সামাজিকভাবে এই ভালবাসা দিবসের কোন ভিত্তি নাথাকলেও এ নিয়ে সৈকতে উচ্ছ্বাসে মেতেছে নানা শ্রেণী পেশার মানুষ।
এই দিনে রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসেছিল হাজারো মানুষের মিলন মেলা।
ভালবাসার টানে সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরে বেড়িয়েছেন আবাল-বৃদ্ধ-বণিতা, সকল বয়সের নর-নারী। তাদের পদভারে মুখরিত হয়ে উঠে সমুদ্রতট আর আশপাশের এলাকা।
ভালবাসা দিবসের আনন্দ ছুটে পর্যটক আর প্রেমিক প্রেমিকারা কক্সবাজার সমুদ্র সৈকতের সীমাবদ্ধ না রেখে তা ছড়িয়ে দিয়েছে ইনানী পাথুরে বীচ, হিমছড়ির অপরুপ ঝর্ণা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন, আদিনাথ মন্দির ও রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধ মন্দিরের অপরুপ সৌন্দর্যের মাঝে।
এদিকে ভালবাসা দিবসকে কেন্দ্র করে সমুদ্র সৈকত ও এর আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।
সৈকতসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সকল বয়সের নর-নারী বিশেষ করে তরুন প্রজন্মের ছেলে-মেয়েদের কারো হাতে ছিল লাল গােলাপ, রজনী গন্ধার স্টিক, কারাে হাতে ভালবাসার প্রিয় মানুষকে দিতে সােনার আংটি কিংবা চেইন আবার কারাে হাতে বিভিন্ন দামের কার্ড কিংবা উপহার সামগ্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।