মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বোয়িং ৭৪৭ এসপি মডেলের একটি প্লেন, যার নাম দেয়া হয়েছে সোফিয়া, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত মানমন্দির বলে নাসা বলছে। সোফিয়া প্লেনটি অবলোহিত মহাবিশ্বকে পর্যবেক্ষণের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এর দ্বারা মহাবিশ্ব সম্পর্কিত এমনসব তথ্য পাওয়া যাবে, যা জমিনে বা মহাকাশে অবস্থিত অন্য কোন দূরবীক্ষণ যন্ত্র দ্বারা পাওয়া যাবে না। বোয়িং ৭৪৭এসপি একটি অত্যন্ত বিরল মডেল। ১৫০০ এর অধিক এ মডেলের তৈরি প্লেনের মধ্যে মাত্র ৪৫টি অ্যাসেম্বলি লাইন অতিক্রম করে। তার মধ্যে থেকে মাত্র পাঁচটি বর্তমানে উড্ডয়ন যোগ্য রয়েছে। মডেলটির “এসপি” দ্বারা “স্পেশাল প্যারফরম্যান্স” বুঝানো হয়। নাসা ১৯৯৭ সালে এই ৭৪৭এসপি বিমানটি তাদের গবেষণাগারে নিয়ে আসে। প্লেনটিকে নতুন যন্ত্রাংশ দিয়ে পুনঃনির্মাণ করতে সময় লাগে ১৩ বছর। যেহেতু সোফিয়া পর্যবেক্ষণ অভিযানগুলো শুধুমাত্র রাতে পরিচালনা করতে সক্ষম, একে ভ্যাম্পায়ার জেট বলেও অভিহিত করা হয়। এতে স্থাপিত ২০ টনি জার্মান টেলিস্কোপটি দিনের আলোতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে না। এছাড়াও, সরাসরি সূর্যের আলো টেলিস্কোপটি ধ্বংস করে দিতে পারে এবং ব্যাপক অগ্নিকা- ঘটতে পারে। প্লেনটির সুবিধা হচ্ছে, এটি কোন বিশেষ ঘটনা পর্যবেক্ষণের জন্য পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে পারে, যা একটি টেলিস্কোপ দিয়ে সম্ভব নয়। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।