Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ার শান্তিচুক্তিতে ঢালাও দায় মুক্তির অভিযোগ এইচআরডব্লিউর

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার সশস্ত্র দল ‘রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’র (ফার্ক) সঙ্গে দেশটির সরকারের চূড়ান্ত শান্তিচুক্তির সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। চুক্তিতে অপরাধীদের ঢালাওভাবে দায়মুক্তি দেয়া হয়েছে দাবি করে এ চুক্তির সমালোচনা করেছে আন্তর্জাতিক এ মানবাধিকার সংগঠনটি। চলতি সপ্তাহে এইচআরডাব্লিউ এর নির্বাহী পরিচালক জোসে ভিভ্যানকো কলম্বিয়া সরকারের সমালোচনা করে বলেছে, কয়েক দশকের দীর্ঘ সশস্ত্র সংঘাতে যারা অংশ নিয়েছে, চুক্তিতে তাদেরও দায়মুক্তি দেয়া হয়েছে। ভিভ্যানকো সিএনএনকে বলেন, শান্তি প্রক্রিয়া মানবাধিকার লঙ্ঘনের সমাধানে একটি অদ্বিতীয় সুযোগ। তবে তিনি বলেন, ফার্ক চুক্তিতে গেরিলা সদস্যদের স্বীকারোক্তির জন্য বিকল্প শাস্তির সুযোগ রাখা হয়েছে। যা একটা সমস্যা। কেননা মানবতাবিরোধী অপরাধের জন্য তারা কমই শাস্তি পেয়েছে। অপরাধের বিচার করতে বিচারক নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে সরকার। কলম্বিয়ার এমন প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। বলেন, তবে চুক্তির শর্তাবলী এ পর্যন্ত ‘প্রতারণাপূণর্’ হিসেবে বিবেচনা হওয়া উচিত। কেননা এতে দায়মুক্তি দেয়া হয়েছে। ভিভ্যানকো জানান, তিনি এ বিষয়টি অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মত আন্তর্জাতিক সংগঠনকে অবহিত করবেন। তিনি বলেন, অবশ্যই শান্তি আলোচনায় ছাড় দিতে হবে। তবে সমানুপাতিকভাবে অপরাধের দায়ে তাদের শাস্তিও দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, যারা পাচার ও অপ্রাপ্ত বয়স্কদের দলে যোগদান করিয়েছে, তারা যদি স্বীকার করে তাহলে তাদের ন্যূনতম দ- দিতে হবে। বামপন্থী সশস্ত্র দল ফার্কের সঙ্গে সরকারের সম্পাদিত শান্তিচুক্তি গত সোমবার থেকে কার্যকর হয়েছে। এর ফলে দক্ষিণ আমেরিকার দেশটিতে ৫২ বছরের সশস্ত্র লড়াইয়ের অবসান হলো। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এবং ফার্কের প্রধান টিমোলিয়ন জিমেনেজের পূর্ণ শান্তিচুক্তি বাস্তবায়নের নির্দেশ দেন গত রোববার মধ্যরাতে। সান্তোস টুইটার বার্তায় বলেন, ‘আজকের দিন থেকে কলম্বিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলম্বিয়ার শান্তিচুক্তিতে ঢালাও দায় মুক্তির অভিযোগ এইচআরডব্লিউর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ