Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ বছরে অখিলেশ সরকারের চা-সিঙ্গাড়া খরচ প্রায় ৯ কোটি টাকা

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। চার বছরে তার সরকারের চা-সিঙ্গাড়ার খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। নিজে এমনটা স্বীকার করেছেন একটি চিঠির উত্তরে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত সপ্তাহে বিধানসভায় বিজেপি নেতা সুরেশকুমার খান্নার প্রশ্ন করে জানতে চান, শপথ গ্রহণের পর থেকে গত ৪ বছরে জলখাবারের খাতে কত টাকা খরচ করেছে সরকার। তার উত্তরেই চিঠি লেখেন অখিলেশ। খরচ করার তালিকায় সকলের ওপরে রয়েছেন অরুণ কুমারি কোরি। এই খাতে তিনি ২২ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা খরচ করেছেন। তার খুব কাছেই রয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী আজম খান এবং শিশুকল্যাণ এবং প্রাথমিক শিক্ষামন্ত্রী কৈলাশ চৌরাসিয়া। তারা যথাক্রমে ২২ লাখ ৮৬ হাজার ও ২২ লাখ ৮৫ হাজার টাকা খরচ করেছেন। সব থেকে কম খরচ করার তালিকায় রয়েছেন এক বছর মন্ত্রী থাকা শাদাব ফাতিমা। তিনি এক বছরে ৭২ হাজার ৫০০ টাকা খরচ করেছেন। ২০১২-র ১৫ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন অখিলেশ যাদব। সে দিন থেকে ২০১৬-র ১৫ মার্চ পর্যন্ত আপাততঃ এই হিসাব পাওয়া গেছে।সূত্র : ইন্ডিয়া টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ বছরে অখিলেশ সরকারের চা-সিঙ্গাড়া খরচ প্রায় ৯ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ