Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৭ এএম

ভারতে বিদেশি পর্যটক আসা অনেকটাই কমে গেছে। সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষে প্রথম নয় মাস অর্থাৎ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বর বিদেশি পর্যটকদের আগমন কমে গিয়েছে ৯৭ শতাংশ। এই সময় বিদেশি পর্যটকের আগমন হয়েছে ০.২১ মিলিয়ন যেখানে ২০১৯ সালে অংকটা ছিল ৭.৭৫ মিলিয়ন।

গত মার্চ মাসের পর থেকে আন্তর্জাতিক উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়, যার সময়সীমা দফায় দফায় বাড়াতে হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বন্দে ভারত মিশন এবং অন্যান্য দেশের সঙ্গে কিছু উড়ান চলাচল করলেও মোটের উপর উড্ডয়ন চলাচল চরমভাবে নিয়ন্ত্রিত ছিল।
যদিও ভারতের অন্তর্দেশীয় পর্যটক এর বাজার বেশ বড়, তবে বিদেশি পর্যটকদের অবদান বেশ তাৎপর্যপূর্ণ বিশেষত বিদেশি মুদ্রা আয়ের জন্য।
২০১৯ সালে বিদেশি মুদ্রা আয় হয়েছিল ২৯.৯৬ বিলিয়ান ডলার এবং তার আগের বছর ২৮.৫৯ বিলিয়ন ডলার। সেখানে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন মাসে এই অংকটা কমে আসে ৬.১৫ বিলিয়ন ডলারে।
করোনা অতি মহামারীর প্রভাব পর্যটন শিল্পে কতটা পড়েছে তা খতিয়ে দেখতে পর্যটন মন্ত্রক সম্প্রতি দিল্লি ভিত্তিক ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক্স রিসার্চ (এনসিএইআর) এই ক্ষেত্রে অবস্থান খতিয়ে দেখতে বলেছে অর্থাৎ সামগ্রিকভাবে আয় কমেছে কতটা, কতজন কর্মী কাজ হারিয়েছে ইত্যাদি পর্যটন শিল্পে। পাশাপাশি ওই সমীক্ষায় বুঝতে চেষ্টা করা হচ্ছে কি ধরনের পদক্ষেপ দরকার যাতে পর্যটন শিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল হিসাব বলছে, করোনা অতি মহামারীর জন্য জন্য ১৭৪ মিলিয়ন কর্মসংস্থান হারাবে। ভারতের ক্ষেত্রে এই চাকরি চলে যাওয়ার অংকটা ৫ মিলিয়ন।
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল হিসাব বলছে, করোনা অতি মহামারীর জন্য জন্য ১৭৪ মিলিয়ন কর্মসংস্থান হারাবে। ভারতের ক্ষেত্রে এই চাকরি চলে যাওয়ার অংকটা ৫ মিলিয়ন। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ