বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের সিরজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ রাজ্জাক (৫৫) এর লাশ উদ্ধারকরা হয়েছে। রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ সন্ধ্যা ৭ টার দিকে নামানো হয়। আজ শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। গত তিন দিন আগে বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফিরে যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিল। লাশটি ২/ ৩ দিন আগের হবে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দীন জানান, পুলিশ পাঠিয়েছি। ছবি তুলে লাশ নামাতে বলেছি। এখন আমিও যাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।