Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিকে নৌকার ভোট সাড়ে ৩ লাখ বাড়িয়ে দেয়া হয়েছে

বিএনপির প্রার্থী ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সর্বোচ্চ ২০-২৫ হাজার ভোট পেয়েছেন উল্লেখ করে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন কমিশন নৌকার ভোট সাড়ে তিন লাখ বাড়িয়ে দিয়েছে। তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি জালিয়াতির এসব তথ্য হাতে নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। গতকাল বৃহস্পতিবার নগরীর লাভলেইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটগ্রহণের তথ্য চাইতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট কম পেয়েছেন। যেখানে তিন লাখ ৬৯ হাজার ভোট দেখানো হচ্ছে সেখানে তিনি খুব বেশি হলে ২০-২৫ হাজার ভোট পেতে পারেন। সাড়ে তিন লাখ ভোট তাকে যোগ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটের দিন দুপুর ২টা পর্যন্ত ৪-৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু দিন শেষে সাড়ে ২২ শতাংশ ভোট দেখানো হয়েছে। প্রিন্টেড কপি না দিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে ভোট বাড়িয়ে হাতে লেখা ফলাফল আদায় করা হয়েছে। নির্বাচনের দিন প্রতিঘণ্টার ভোটের হিসাব দেখতে চেয়েছিলাম। ৭ দিন সময়ও দিয়েছি। কিন্তু ১০ দিন পরেও এই তথ্য কমিশন দিতে পারেনি।

নির্বাচনে ৪ হাজার ৮৮৫টি ইভিএম ব্যবহার করা হয়। সেখানে মাত্র ১০টি বুথে ইভিএম’র প্রিন্টেড কপি দেওয়া হয়েছে। যদি ১০টি বুথের ইভিএম’র প্রিন্টেড কপি থাকে তাহলে সবগুলো ইভিএম’র প্রিন্টেড কপি দিতে হবে। এর আগে বোয়ালখালী আসনের উপ-নির্বাচনেও এ তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন কমিশন বলেছে এ তথ্য এখান থেকে দেওয়া সম্ভব নয়। ঢাকা থেকে সংগ্রহ করতে হবে।
ডা. শাহাদাত বলেন দেশ এখন মাফিয়াদের হাতে চলে গেছে। দেশে কোনো গণতন্ত্র নেই। মানুষ ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সব হারিয়ে ফেলেছে। এখন আমাদের প্রতিদ্ব›দ্বীদের সঙ্গে কোনো নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে প্রশাসন যন্ত্রের সঙ্গে।

এ ব্যাপারে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচনের ফলাফলের বিষয়ে বিএনপির মেয়র প্রার্থী এসেছিলেন। আমার স্বাক্ষরিত ৭৩৫ কেন্দ্রের ফলাফল সরবরাহ করেছি। কিন্তু ইভিএম’র প্রিন্টেড কপির তথ্য ঢাকায় নির্বাচন কমিশন সংরক্ষণ করে। নির্বাচন কমিশনের কাছে যথাযথভাবে আবেদন করলে কমিশন সেটা বিবেচনা করবে।

গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ৫৪ জন কাউন্সিলর পদেও সরকারি দলের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চসিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ