Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৫ পিএম

ময়মনসিংহে চলমান পৌর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তিনি এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমানে ময়মনসিংহে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচনী মাঠে ক্ষমতাসীনরা প্রকাশ্যে হামলা চালাচ্ছে। প্রার্থী ও ভোটারদের হুমকি দিচ্ছে। এতে নির্বাচনী মাঠে সর্বত্র আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানাচ্ছি।

পরে একই দাবিতে জেলা পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, আবুল বাসার আকন্দ, ফুলপুরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আমিনুল হক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ