Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতার যে ভিডিও ফুটেজ ট্রাম্পের অভিসংশনে নতুন মোড় আনলো!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:২৬ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশনের বিচারে নতুন মোড় দেখা দিয়েছে। সহিংসতার নতুন ভিডিও ফুটেজ সিনেটে দাখিল করা হয়েছে।আর তাই অভিযোগ আরও জোরালো হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।বুধবার (১০ ফেব্রুয়ারি) সিনেটে ডেমোক্রেটের প্রতিনিধি দলের প্রসিকিউটর জেমি রাসকিন তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে ৬ জানুয়ারির সহিংসতার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। -এনপিআর, নিউইউর্ক টাইমস
সিনেটে দাখিল ১৩ মিনিটের সেই ভিডিওতে সেদিনের কিছু চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে। ভিডিওর একটি অংশে দেখা যায়, মার্কিন সিনেটর মিট রোমনি দাঙ্গার খবর পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশের একজন অফিসার একটি দরজার কাছে আক্রমনকারীদের হামলার স্বীকার হয়ে কাতরাতে থাকে। এমনকি সহিংসতায় নিহত আসলি বেবিটের হত্যাকান্ডের স্পষ্ট ভিডিও ফুটেজও উঠে আসে এই ভিডিওতে। ফুটেজের আরেক অংশে দেখা যায়, হামলাকারীদের সমর্থন দিয়ে ট্রাম্প বলেন, “Go home. We love you. You’re very special.” বিবিসির বরাতে জানা যায়, জেমি রাসকিন ভিডিও প্রসঙ্গে সরাসরি অভিযোগ এনে বলেন, ট্রাম্পই হামলাকারীদের পাঠিয়েছে। সহিংসতার আগে ট্রাম্প আন্দোলনকারীদেরে দাঙ্গা বাঁধাতে উস্কে দিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ