বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। ফুলপুর পৌরসভা নির্বাচনে প্রচারণায় মুখর হয়ে উঠেছে ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সূর্যের আলো ফোটার আগে থেকে মধ্যরাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। করছেন কুশল বিনিময়, বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক, পাড়া-মহল্লায় গণসংযোগ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা।
ফুলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শশধর সেন (নৌকা) ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ আমিনুল হক (ধানের শীষ) নিজেদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, ভোটারদের সাথে কুশল বিনিময় ও পথসভা করেছেন।
এলাকায় গণসংযোগকালে নাগরিক সুবিধা ও মানুষের ভাগ্যের উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শশধর সেন নৌকা প্রতীকে ভোট চান।
সেইসাথে ফুলপুর পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোঃ আমিনুল হক ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।