মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের কাজ এগিয়ে নেয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির সিনেট। তার বিরুদ্ধে অভিযোগ, নভেম্বেরের নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় প্রত্যায়নের জন্য ক্যাপিটলে সমবেত আইনপ্রণেতাদের বিরুদ্ধে তার শত শত সমর্থকদের বিদ্রোহ করতে তিনি উসকানি দিয়েছিলেন। সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার ব্যাপারে চার ঘণ্টা ধরে বিতর্ক অব্যাহত ছিল। পরে মঙ্গলবার দুপুর থেকে এই অভিযোগের শুনানির পক্ষে ৫৬ এবং বিপক্ষে ৪৪ ভোট পড়ে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্যরা বলেন, সাবেক প্রেসিডেন্টকে নিজের মেয়াদের শেষ দিনগুলোতে তার কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে। ট্রাম্পের দুই জন আইনজীবি অবশ্য এর বিরোধিতা করেছেন। তাদের দাবি, সংবিধান প্রণয়নের সময় এ কথা বলা হয়েছে যে, ক্ষমতায় থাকার সময়ই কেবল প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য অভিশংসন করা যেতে পারে। তবে এটি ট্রাম্পের জন্য প্রযোজ্য নয়। কারণ ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের সঙ্গে সঙ্গে ট্রাম্পের চার বছরের মেয়াদের পরিসমাপ্তি ঘটেছে। এই অভিশংসন প্রক্রিয়ায় বাদি পক্ষের ম্যানেজার কংগ্রেসম্যান জ্যামি রাস্কিন। তিনি বলেন, ট্রাম্পকে যদি এখন জবাবদিহিতার সম্মুখীন করা না হয়, তাহলে এটি একটি ব্যতিক্রম তৈরি করবে। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।